বিয়ানীবাজার প্রতিনিধি
অক্টোবর ০৮, ২০২০
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৯:১৫ অপরাহ্ন
নিহত কামরুল (ফাইল ছবি)
সিলেটের বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপের আঘাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম কামরুল (২৪)। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার চান্দ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড় ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই তানভীর পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানার পুলিশ।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক তানভীর এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।
এসএ/আরআর-০২