বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে খেলবে রিয়াদ তামিম শান্তরা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২০
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৬:২৯ অপরাহ্ন



বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে খেলবে রিয়াদ তামিম শান্তরা

টাইগারদের প্রস্তুতির জন্য তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ঘোষণা করেছে বিসিবি। ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আসরের নাম হবে, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টুর্নামেন্টের নাম ও লোগো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ও তাদের নামে তিনটি দল খেলবে এই দিবারাত্রির আসরে।
টুর্নামেন্টে প্রতি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। সেরা দুই দল ২৩ অক্টোবর খেলবে ফাইনাল। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় আয়োজিত হবে।
জাতীয় দল ও আশেপাশের তারকাদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের। পিচভিশন টেকনোলজির মাধ্যমে সবগুলো ম্যাচই ইউটিউবে সরাসরি দেখানো হবে। টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ টেলিভিশনে দেখানো হতে পারে।
প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের পরপরই ৫ দলকে নিয়ে একটি কর্পোরেট টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিসিবি।
এএন/০২