ধর্ষণের প্রতিবাদে কানাইঘাটে ছাত্র জমিয়তের মানববন্ধন ও সমাবেশ

কানাইঘাট প্রতিনিধি


অক্টোবর ০৯, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



ধর্ষণের প্রতিবাদে কানাইঘাটে ছাত্র জমিয়তের মানববন্ধন ও সমাবেশ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন ও দেশব্যাপী ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা ও পৌর শাখা।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কানাইঘাট পূর্ব বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।

এছাড়া বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেমী ও উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা খলীলুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী ইবাদুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা হারুন আহমদ, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ইমরান, মাওলানা জামাল উদ্দিন, হাফিজ জহিরুল ইসলাম প্রমুখ।

 

এমআর/আরআর-১২