বিয়ানীবাজারে আপন ভাইয়ের ঘাতক তানভীর গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি


অক্টোবর ০৯, ২০২০
০৪:১৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২০
০৪:১৮ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে আপন ভাইয়ের ঘাতক তানভীর গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি    

বিয়ানীবাজারের পল্লীতে গভীর রাতেও আপন ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই খুন হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। পুলিশ কয়েকঘন্টার মধ্যে একমাত্র আসামী তানভির আহমদ (১৭) কে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকা থেকে কিশোর ঘাতক তানভিরকে গ্রেপ্তার করে। 

সূত্র জানায়, গভীর রাতে বিদেশ যাওয়ার টাকা-পয়সা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আপন ছোট ভাই তানভির আহমদ বড় ভাই কামরুল ইসলাম (২৪) কে দা’ দিয়ে কুপিয়ে খুন করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর দ্রুত আত্মগোপনে চলে যায় তানভির। সে তার বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বোনের আশ্রয়ে রাত যাপনের পর দুপুরের দিকে তালতো ভাইয়ের সহায়তায় বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার মামার বাড়িতে আত্মগোপনের জন্য রওয়ানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলা করেনি। তবে পরিবারের কেউ মামলা দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। 

এদিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, আসামীর বয়স ১৭বছর ৬ মাস। কিশোর অপরাধী হিসেবে আদালতে তার বিচার হতে পারে।

কোনাগ্রাম এলাকাবাসী জানান, বাবা-মা হারা এই পরিবারের সদস্যরা অভিভাবকহীন। এখানে কেউ কারও কথা শুনেনা। ভাইদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ হয়। বুধবার রাতেও পারিবারিক কথাবার্তার ফাঁকে দুই ভাই উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তানভির দা দিয়ে বড় ভাইকে কামরুলকে কোপ মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেজিকে/বিএ-০১