প্রখ্যাত আলেম বরুণার পীর সাহেব আর নেই

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৯, ২০২০
০৭:৩৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২০
০৭:৩৬ পূর্বাহ্ন



প্রখ্যাত আলেম বরুণার পীর সাহেব আর নেই

প্রখ্যাত আলেম, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লমা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লমা খলিলুর রহমান হামিদীর ছেলে বদরুল আলম হামিদী। 

মাদ্রাসা সূত্রে জানা গেছে, আগামীকাল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তবে রাত সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জানাজার সময় চূড়ান্ত হয়নি। 

 

এএফ/০১