সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২০
০৪:১৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরােসে আক্রান্ত হয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খান।
নূর খান বলেন, বৃহস্পতিবার বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।
বর্তমানে তাকে চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় সংসদের সংসদ সদস্য। তিনি সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য তিনি।
বিএ-০৬