সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২০
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২০
০৪:৩৪ অপরাহ্ন
ভিক্ষাবৃত্তি করে দিন চলত গৃহহীন চার ব্যক্তির। রাস্তাই তাদের ঘর, অনেকটা ভবঘুরে জীবন তাদের। এর মধ্যে বাজিমাত করে দিয়েছেন তারা।
আচমকা লটারি জিতে হয়ে গেছেন লাখ লাখ টাকার মালিক। ভিক্ষা করতে গিয়ে সেই লটারির টিকেট পেয়েছিলেন তারা।
এনডিটিভি জানায়, ফ্রান্সের পশ্চিমে বন্দর শহর ব্রেস্টে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ফরাসি লটারি সংস্থা এফডিজে বিষয়টি নিশ্চিত করেছে।
লটারিতে ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) জিতে নেন ওই চার ব্যক্তি।
ভাগ্যবান চার ব্যক্তির বয়স ৩০ এর কোটায়। অনলাইনে তাদের নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
জানা যায়, শহরে একটি লটারির দোকানের সামনে ভিক্ষা করছিলেন ওই চার তরুণ। এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ডেই তাদের কপাল খুলে যায়।
এফডিজের এক মুখপাত্র বলেছেন, ‘চার তরুণ তো অবাক হয়ে গেল, যখন তারা দেখল লটারিতে ৫ ইউরো নয় বরং ৫০ হাজার ইউরো জিতে নিয়েছে তারা।’
পুরস্কারের টাকা তাদের চারজনকে ভাগ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ওই মুখপাত্র আরও বলেন, ‘পুরস্কারের অর্থ তারা কীভাবে খরচ করবেন, তেমন কোনও পরিকল্পনা নেই তাদের। তবে এই অর্থ দিয়ে তারা শহর ছাড়ার কথা ভাবছেন।'
বিএ-০৭