নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৯, ২০২০
০৫:১১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২০
০৫:১১ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তেরো হাজারে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩ জনকে শনাক্ত করা হয়। এদের মধ্যে সিলেট জেলার ৬৮ জন, সুনামগঞ্জের ২ এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৫৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৬৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৭২৯ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬০ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২১ জন রয়েছেন।
সিলেট বিভাগে ১১ হাজার ১০৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ৭৯৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ২৬৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৪২ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬০৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ৫৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৮ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন ও হবিগঞ্জের হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনেএইচি/বিএ-১০