নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৯, ২০২০
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
১২:৪০ পূর্বাহ্ন
আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহসভাপতি, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লমা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা আর নেই। ফুসফুস সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লমা খলিলুর রহমান হামিদীর ছেলে বদরুল আলম হামিদী।
এদিকে আল্লমা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণাা মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ এক খ্যাতিমান আলেম ও অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হবার নয়।’ তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।