নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৯, ২০২০
১১:৩৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ উল্টে গেছে। এ ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
স্থানীয়দের ভাষ্যমতে, সিলেট থেকে শেরপুর যাওয়ার পথে তেললী ইউনিয়নের অতিরবাড়ি এলাকায় নিয়স্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখেন। কিছুক্ষণ আগে অবরোধ তোলার পর যানবাহন চলাচল স্বাভাবিকে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন সিলেট মিররকে বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারের পর হতাহত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
এনএইচ/এনপি