সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২০
০৫:২৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০৫:২৩ অপরাহ্ন
সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মরদেহটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
এএফ/০১