সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২০
১১:২৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২০
১১:৩০ অপরাহ্ন



সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সিলেটসহ দেশজুড়ে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট। আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রবীন্দ্র সঙ্গীত শিল্পী রাণা কুমার সিনহার সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ডা. নাজরা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের এই সমাবেশ ধর্ষণ এবং ধর্ষকের বিরুদ্ধে। আমরা চাই নারী নির্যাতন বন্ধ হোক। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় গান পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, ইকবাল সাঁই, আশরাফুল ইসলাম অনি, নাহিদ বক্স রকি।

আরসি-০৩