সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১১, ২০২০
১২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২০
১২:৪৪ পূর্বাহ্ন
বিশ্ব লায়ন্স অক্টোবর সেবা মাস উপলক্ষে লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র উদ্যোগে জিডিএ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবার) দুপুরে সিলেট নগরের পশ্চিম জিন্দাবাজার ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় লিও ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর রিজন চেয়ারপার্সন ও লিও ক্লাবের এর অ্যাডভাইজর লায়ন মিছবাহ উদ্দিন, জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, লিও ডিস্ট্রিক জয়েন্ট ট্রেজারার ও লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট এর প্রেসিডেন্ট লিও জুবায়ের আহমদ, ভাইস প্রেসিডেন্ট লিও নোমান আহমদ, সেক্রেটারী লিও জাবেদ আহমদ, জয়েন্ট সেক্রেটারী লিও শাহ মাখলুক, সদস্য লিও মিনহাজ উদ্দিন আহমদ, লিও আতাউর রহমান, লিও শামীম আহমেদ, লিও শাহেদ আহমেদ, লিও জাবেদ আহমদ, লিও রুবেল আহমদ রাব্বি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংগঠক শাহ আলম, সাগর আহমদ, আরমান চৌধুরী, আব্দুর রহমান মিরাজ প্রমুখ।
এএফ/০৩