সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২০
০৪:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০৪:৪৩ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসরে দুর্দান্ত খেলছে শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালস। ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে দলকে জয় এনে দিয়েছেন এবারের আইপিএলের কনিষ্ঠ অধিনায়ক।
শ্রেয়াসের নেতৃত্ব মুগ্ধ করেছে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ফ্র্যাঞ্চাইজি টি-২০ আসরের সবচেয়ে বড় এই আয়োজনে শ্রেয়াসের নেতৃত্বে মুগ্ধ শচীন টুইট করেছেন, ‘শ্রেয়াস যেভাবে ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং পরিবর্তন করেছে, সেটা দেখা দারুণ ব্যাপার। তার কারণেই ব্যাঙ্গালুরু ব্যাটসম্যানরা আগ্রাসী হয়ে ইনিংস শুরু করতে পারেনি।’
সাফল্যের টোকটা সম্পর্কে দিল্লির অধিনায়ক শ্রেয়াস বলেছেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলাই আমাদের পরিকল্পনা। দলে তরুণ প্রতিভার দুর্দান্ত প্রয়োগ দেখা যাচ্ছে। আমাদের এই ছন্দটা ধরে রাখতে হবে।’
শুধু নেতৃত্বে নয় শ্রেয়াস আয়ার ব্যাট হাতেও আছেন দারুণ ছন্দে। দলের প্রয়োজনে তিনে এবং চারে নেমে দুর্দান্ত ব্যাট করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরই মধ্যে ছয় ম্যাচে তিনি করেছেন ১৮১ রান। রানের হিসেবে এখন পর্যন্ত ছয়ে আছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ রানও তার। শ্রেয়াসের পরে দিল্লির হয়ে বেশি রান করেছেন পৃথ্বী শ'।
এএন/০১