সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০৮:২৬ অপরাহ্ন
দেশে ঘরোয়া মৌসুম শুরুর আগে বিসিবি আয়োজন করেছে প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপ। গতকাল শনিবার হোটেল সোনারগাঁওয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়। তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হবে। বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখানো হবে সব ম্যাচ। এছাড়া ফাইনাল খেলা বাংলাদেশ টেলিভিশনে দেখানো হতে পারে।জেনে নিন টুর্নামেন্টের সময়সূচী।
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
---|---|---|---|
১১ অক্টোবর |
মাহমুদউল্লাহ একাদশ বনাম শান্ত একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
১২ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
১৩ অক্টোবর |
মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
১৪ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
১৫ অক্টোবর |
শান্ত একাদশ বনাম তামিম একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
১৬ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
১৭ অক্টোবর |
মাহমুদউল্লাহ একাদশ বনাম শান্ত একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
১৮ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
১৯ অক্টোবর |
মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
২০ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
২১ অক্টোবর |
শান্ত একাদশ বনাম তামিম একাদশ |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
২২ অক্টোবর |
রিজার্ভ ডে |
|
মিরপুর |
২৩ অক্টোবর |
ফাইনাল |
দুপুর ১টা ৩০ মিনিট |
মিরপুর |
২৪ অক্টোবর |
ফাইনালের রিজার্ভ ডে |
|
মিরপুর |
এএন/০৪