কানাইঘাট প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২০
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২০
১০:১২ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার চতুল বাজারে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
৫ নম্বর বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল জানান, অগ্নিকান্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডের খবর শুনে তৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমআর/বিএ-০৫