শিশুদের কল্যাণে দেড় কোটি টাকা অনুদান দিল পূবালী ব্যাংক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন



শিশুদের কল্যাণে দেড় কোটি টাকা অনুদান দিল পূবালী ব্যাংক

সিলেটে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরকে দেড় কোটি টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ রবিবার (১১ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে গঠিত ‘আলোর পথে’ নামক সংস্থার অনুকূলে এ চেক হস্তান্তর করা হয়েছে। একই অনুষ্ঠানে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে হাফিজ মজুমদার ট্রাস্টের বৃত্তিমূলক কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।

শহরতলীর খাদিমনগরে অবস্থিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রবিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মো. মাহবুবুর রহমান। পূবালী ব্যাংক লিমিটেড মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা ও সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও রানা লায়লা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন, বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ। 

প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ¯্রােতে ফেরানোর লক্ষ্যে কাজ করছে সরকারের সমাজসেবা মন্ত্রণালয়। আর সরকারের নানামুখী কার্যক্রমের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা এমন কার্যক্রমকে দ্রুত সফল করে তুলতে পারে।’ তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সুশীল ও মানবিক সমাজ বিনির্মাণে সিলেট-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের অবদানের কথা উল্লেখ করে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’র বৃত্তিমূলক কার্যক্রমের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ফাহিম আহমদ ফারুক চৌধুরী পূবালী ব্যাংককে সমাজ সেবা মন্ত্রণালয়ের এ কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য রানা লায়লা হাফিজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামাজিক প্রতিবন্ধী নারী ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে যৎসামান্য হলেও সহায়তার সুযোগ পেয়ে ‘পূবালী ব্যাংক লিমিটেড’ ও ‘হাফিজ মজুমদার ট্রাস্ট’ উভয়ই গর্বিত। 

পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী বলেন, ‘পূবালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরই দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করে থাকে।’ চলতি বছরেও বিভিন্ন খাতে পূবালী ব্যাংক ২২ কোটি টাকা অনুদান দিয়েছে বলে তিনি জানান। ঢাকার আহসানীয়া মিশন ক্যান্সার হাসপাতাল, সিলেটের হার্ট ফাউন্ডেশন, শাহজালাল বিশ^বিদ্যালয়ের গবেষণা খাতে সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী সারা দেশ তথা সিলেটের আর্থসামাজিক উন্নয়নে সাংসদ হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত ’হাফিজ মজুমদার ট্রাস্ট’ এর কার্যক্রম সবার কাছে অনুসরণীয় বলে মত প্রকাশ করেন।       

অনুষ্ঠানের প্রধান অতিথি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসনে হাফিজ মজুমদার ট্রাস্টের বৃত্তিমূলক কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমের অংশ হিসেবে ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক প্রতিবন্ধী নারীদের কারিগরী শিক্ষায় শিক্ষিতকরণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক এরশাদুল হক, ঢাকা (দক্ষিণ) অঞ্চলের প্রধান ও মহা-ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহা ব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সংগঠন ‘আলোর পথে’ এর সচিব মোস্তফা শাহ জামান প্রমুখ। 

এনপি-০১