নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন
সিলেট নগরের শিবগঞ্জে রূপায়ণের স্থাপনার অবৈধ অংশ অপসারণ করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে বন্দরবাজার-টিলাগড় রাস্তা প্রসস্থকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে মোবাশ্বির প্লাজার অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী দুই দিনের মধ্যে ভবনের অবৈধ স্থাপনার পুরোপুরি সরিয়ে নেওয়ার নিদের্শনাও দেন তিনি।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। সিলেট সিটি করপোরেশন থেকে নেওয়া অনুমোদন অনুযায়ী ভূমির সীমানা থেকে স্থাপনা নির্মাণে ৫ ফুট জায়গা খালি রাখার শর্ত থাকলেও তা তারা মানেননি। উপরন্তু ১৫ তলা ভবনের সামনের দিকে ৭ ফুট সরকারি জমি অবৈধভাবে দখল করে ভবনের স্থাপনা নির্মাণ করেছেন। যা খুবই দুঃখজনক।’
রাস্তা প্রসস্তকরণে নগরবাসির স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মেয়র। সিলেটকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্মার্ট সিটি বিনির্মাণে সকলে সহযোগিতা চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
বিএ-০২