সিলেট রেঞ্জের ৪৬৫ পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে বদলি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১২, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন



সিলেট রেঞ্জের ৪৬৫ পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে বদলি

সম্প্রতি কক্সবাজার থেকে বিভিন্ন পদ মর্যাদার পাঁচ শতাধিক পুলিশ সদস্যকে জনস্বার্থে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট জেলা পুলিশের উদ্যোগে রবিবার বিকেল ৩টায় সিলেট পুলিশ লাইনের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে এসকল পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসার সঞ্চালনায় বিশেষ ব্রিফিংয়ে প্রধান অথিতি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। সকলের উপস্থিতিতে ব্যতিক্রমি আয়োজনে সদ্য যোগদানকৃত ৪৬৫ জন পুলিশ সদস্যদেরকে লটারির মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বদলির আদেশ প্রদান করা হয়। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা এ আয়োজনে কোনো পুলিশ সদস্যকে যেন অফিসে ঘুরতে না হয় সেজন্য আগে থেকেই ব্রিফিং সমাবেশ স্থলে কম্পিউটার, ফটোকপিয়ার মেশিনসহ দায়িত্বপ্রাপ্তদেরকে প্রস্তুত রাখা হয়। 

জেলা ওয়ারী শূন্য পদের বিপরীতে লটারিতে আসা নাম সঙ্গে সঙ্গে অফিস আদেশ তৈরি করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

লটারির মাধ্যমে এক সঙ্গে এত বিশাল অফিসার ফোর্সের পদায়নের বিষয়ে জানতে চাইলে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম জানান, বাংলাদেশ পুলিশকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদলি, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে বদলি করে তাৎক্ষণিক অফিস আদেশ প্রদান করা হয়েছে।

বিএ-০৪