নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২০
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৫:০৮ অপরাহ্ন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। স্বামীকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ এনে রবিবার (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৌমেন মৈত্র। তিনি বলেন, ‘মামলায় এজাহার নামীয় কোনও আসামি নেই।’
এ ঘটনায় শুরু থেকেই রায়হানকে নির্যাতন করে হত্যার অভিযোগ করে যাচ্ছে তার পরিবার। এদিকে প্রথমদিকে পুলিশ রায়হানের ছিনতাইকালে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে দাবি করলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিসিটিভির ফুটেজে এর সত্যতা মেলেনি।
উল্লেখ্য, গতকাল রোববার ভোরে রায়হান উদ্দিন (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। এদিকে রায়হানের পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান।
বিএ-১১