সিলেটে নির্যাতনে যুবক নিহতের ঘটনায় মামলা, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১২, ২০২০
০৫:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৬:৫০ অপরাহ্ন



সিলেটে নির্যাতনে যুবক নিহতের ঘটনায় মামলা, তদন্ত শুরু

-নিহত রায়হান উদ্দিন

সিলেটে নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবার। এ ঘটনায় গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (উত্তর) নেতৃত্বে একটি তদন্ত চলছে। তদন্তের পর সব বলা যাবে।'

নিহত রায়হান আহমদ নেহারিপাড়াস্থ আখালিয়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে। তিনি নগরের স্টেডিয়াম মার্কেটে শাহজালাল প্যাথলজি ল্যাবে সহকারী হিসেবে কাজ করতেন।

পরিবারের অভিযোগ, রায়হান গত শনিবার তার পেশাগত কাজ শেষ করে রাতে আর বাসায় ফেরেননি। রবিবার ভোড় সাড়ে চারটার দিকে রায়হানের মায়ের কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনটি ধরেন রায়হানের সৎবাবা। ফোনে রায়হান জানান, তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন। কিছু টাকা নিয়ে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। পর তারা সৎবাবা ভোরে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে পুলিশ ফাঁড়িতে গেলে সেখানে থাকা একজন জানান, রায়হান এখন ঘুমাচ্ছে আর যে পুলিশ রায়হানকে ধরে নিয়ে এসেছেন তিনিও চলে গেছেন। আপনি সকালে ১০ টার দিকে ১০ হাজার টাকা নিয়ে আসেন। 

তার সৎবাবা হাবিবুল্লাহ সকালে পৌনে দশটার দিকে টাকা নিয়ে গেলে সেখান থেকে জানানো হয় রায়হানের শরীর খারাপ করছিলো তাই তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে স্বজনরা তার মৃত্যুর খবর পান।

পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। এদিকে এঘটনায় ক্ষোভে গতকাল বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শুরু করেন এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীরা দাবি করেন রায়হানকে টাকার জন্য ধরে নিয়ে কোতোয়ালী থানার বন্ধরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ সরানো হয়।

এনএইচ/বিএ-১৩