গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১২, ২০২০
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৯:০৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত

সিলেটের গোলাপগঞ্জে দু'টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের বাইপাস এলাকার (ঠাকুর মিয়া) মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাপগঞ্জগামী অটোরিকশা ও ঢাকাদক্ষিণগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন- উপজেলার বাদেপাশা ইউনিয়নের আব্দুল বাছিত, ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুর রহিম, গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, হবিগঞ্জের দিপন আহমদ, বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের ওয়াছিমা, সিলেটের শাহপরান থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

 

এফএম/বিএন/আরআর-০৩