নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২০
১০:১৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২০
১০:১৭ অপরাহ্ন
পুত্রের এমন নির্মম মৃত্যুতে মায়ের আহাজারি পরিবেশ ভারী করে তুলল। তীব্র দাবদাহে উত্তপ্ত পিচঢালা পথে বসে তিনি দো হাত তুলে ছেলে হত্যার বিচার চাইলেন। মায়ের এমন কান্নায় চোখ সিক্ত হলো উপস্থিত অনেকের।
রায়হান উদ্দিন হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টায় এলাকাবাসী আয়োজিত মানববন্ধনের চিত্র ছিল এরকম। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী সিলেট-সুনামগঞ্জ সড়কও অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ।
মানববন্ধনে নিজের প্রতিক্রিয়ায় নিহত রায়হানের মা বলেন, ‘আমার ছেলে ছিনতাইকারী বা অপরাধী নয় । তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বিনা দোষে রাতভর নির্যাতন করে হত্যা করেছে । পুলিশ মানুষের রক্ষক, কিন্তু সেই পুলিশই আজ আমার ছেলেকে হত্যা করল।’ ঘুষের টাকার জন্য পুলিশ তার ছেলেকে হত্যা করেছে দাবি করে তিনি বলেন ‘রায়হানের দুই মাস ২১ দিনের একটি কন্যাসন্তান রয়েছে। সে বড় হলে তাকে আমি কী সান্তনা দিব, আর আমি কীভাবে এটি সহ্য করবো?’
সিলেটের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যুবরণ করেছেন- এমন অভিযোগ আজ সোমবার ‘হত্যাকারীদের’ ফাঁসির দাবিতে রায়হানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ মানববন্ধনে বিক্ষোভকারীরা আল্টিমেটাম দিয়ে বলেন, ‘৭২ ঘণ্টার ভেতরে রায়হানের হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।’
মানববন্ধনে কয়েক’শ মানুষ অংশ নিয়ে রায়হান ‘হত্যা’র প্রতিবাদ করেন এবং ‘হত্যাকারীদের’ বিচার চান। এসময় বিক্ষোভকারীরা পুলিশবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে রায়হান হত্যার প্রতিবাদ করেন।
মানববন্ধন শেষে সিলেট-সুনামগঞ্জ সড়কও অবরোধ করেন তারা। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরানের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেন।
এএফ/০২