সহযোদ্ধা আর্জিনার পাশে নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন



সহযোদ্ধা আর্জিনার পাশে নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল

জটিল রোগ একিউট প্রোমাইলো সাইটিক লিউকোমিয়ায় আক্রান্ত সহযোদ্ধা নার্স আর্জিনা খাতুনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। 

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ কার্যালয়ে অসুস্থ আর্জিনার হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকসহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ, নার্স নেতা আবদুল লতিফ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সভাপতি ইসমত আরা পারভীন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাঠোয়ারী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, স্টুডেন্ট প্রতিনিধি আনন্দ কুমার দাস, মাইনুল হাসান, মাহাবুবা আফরিন, সাদ্দাম হোসেন, নার্গিস আক্তার, রেজিয়া সুলতানা, বিএনএ ঢাকা মেডিকেল শাখার সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, রাজিব কুমার বিশ্বাস, মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সভাপতি নাছিমুল হক ইমরান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবু, সহ সভাপতি মো. রাসেল, অম্বিকা রায়, মইনুল ইসলাম রাজ, রাকিবুল হাসান, শেখ শাহেদ হাসান, এনামুল হাসান, মোকলেসুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবির পিন্টু, অঞ্জন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক ফিরোজ রেজা তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপায়ন মন্ডল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈলান চন্দ্র দাস প্রমুখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল আইসিইউ বিভাগে কর্মরত নার্সিং কর্মকর্তা আর্জিনা খাতুন জটিল রোগ একিউট প্রোমাইলো সাইটিক লিউকোমিয়া আক্রান্ত। তার চিকিৎসায় সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী শাখা নেতৃবৃন্দ। সে অনুযায়ী আজ এই অনুদানের অর্থ তুলে দেওয়া হলো।

 

এএফ/০৩