চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি চা শ্রমিক ফেডারেশনের

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন



চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবি চা শ্রমিক ফেডারেশনের

মজুরি বোর্ড কর্তৃক অবিলম্বে চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা।

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট-ভাটেরা সড়ক (মোমিনছড়া) এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি ও চা শ্রমিক ফেডারেশন নেতা লিটন মোধির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের নেতা সেন্টু, হৃদয় ছত্রী, বিশ্বজিত আচার্য, মুক্তা রানি আচার্য, মাসুক আহমদ, জালাল মিয়া, শেরফুলি প্রমুখ।

সমাবেশে চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর বলেন,‘দীর্ঘ আন্দোলনের ফলে চা শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন হলেও এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষণা হচ্ছে না। ২২মাস অতিবাহিত হয়ে গেলেও পূর্বের মজুরিতেেই শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে।’ দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এ সময়ে ১০২ টাকা মজুরিতে কাজ করে চা শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।’ তিনি বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা শ্রমিকের দৈনিক নগদ মজুরি নূন্যতম ৫০০ টাকা ঘোষণা করার  দাবি জানান। বাগানে বাগানে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনে সংহতি জানিয়ে  তিনি সকল বকেয়া পাওনাসহ অবিলম্বে নতুন মজুরি ঘোষণার আহ্বান জানান।

 

এএফ/০৫