আ.লীগ নেতা ফারুকের শয্যাপাশে মাসুক উদ্দিন আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
১২:৪৬ পূর্বাহ্ন



আ.লীগ নেতা ফারুকের শয্যাপাশে মাসুক উদ্দিন আহমদ

সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের দলীয় মনোনয়নপ্রত্যাশী গুরুতর অসুস্থ ফারুক আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে তিনি গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে দেখতে জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রামে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে আওয়ামী লীগের কঠিন সময়ের পরীক্ষিত ও ত্যাগী কর্মী ফারুক আহমদের চিকিৎসাসহ পরিবারের সকলের খোঁজ-খবর নেন মাসুক উদ্দিন আহমদ। তিনি ফারুক আহমদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল প্রমুখ।

 

ওএফ/আরআর-০৬