চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৩, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০২:২০ পূর্বাহ্ন



চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হযেছে।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৩ জন ও হবিগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৯৯৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৭ হাজার ১২৬ জনে, সুনামগঞ্জে আক্রান্ত ২ হাজার ৩৬৮ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৭৬৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৭৩২ জন।

সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১১ হাজার ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৬৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৯৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬০৫ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ২২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন। করোনা আক্রান্ত ৫৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে একজন।

 

এনসি/আরসি