রায়হান 'হত্যা', বিচার বিভাগীয় তদন্ত দাবি মেয়রের

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৩, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৪:৫৫ পূর্বাহ্ন



রায়হান 'হত্যা', বিচার বিভাগীয় তদন্ত দাবি মেয়রের

সিলেট নগরের আখালিয়ায় ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরের আখালিয়ার নেহারীপাড়া এলাকায় নিহত রায়হান আহমদের বাসায় গিয়ে তিনি এই দাবি জানান।  

মেয়র বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। সিলেট মহানগর পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবে বলে আমরা প্রত্যাশা করি।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি রায়হান আহমদের মা, স্ত্রীর সঙ্গে দেখা করে সান্তনা জানান। রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

সোমবার সন্ধ্যায় সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এদিকে, গতকাল সোমবার সন্ধ্যায় নিহত রায়হানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী রায়হানের পরিবারের সদস্যদের সান্তনা জানান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

বিএ-০২