নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৬:০৯ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানসহ চার শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যরা হলেন, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।
এরমধ্যে সাইফুর রহমান (২৮) বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র (রেজিঃ নং ২৯৪৯৪১৩), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী (রেজিঃ নং- ১৬৩১১০২৩১৪২), রবিউল ইসলাম (২৫) বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী (রেজিঃ নং- ১৩১০২০৫১২৪৮), মাহফুজুর রহমান (২৫) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী (রেজি নং ১৭৩১১০২৪৪৮৪)
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ। তিনি বলেন, ‘তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে সুপারিশ করেছিলাম। সেই সুপারিশের সূত্রে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি তাদের ছাত্রত্ব বাতিল করেছেন।’
আরসি-০১/এএফ-০১