নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন
এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিচার ও ‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ সিলেট।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের সহসাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার প্রচার সম্পাদক নিশাত সানি প্রমুখ।
কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তুহিন কান্তি দাস, দুষ্কাল প্রতিরোধে আমরা সিলেটের সংগঠক রাজীব রাসেল, কবি মেকদাদ মেঘ, থিয়েটার মুরারিচাঁদের আসাদুজ্জামান আসাদ।
বিএ-০৫