দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৩, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন



দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

সিলেটে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সিলেটের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

সভায় পুলিশ সুপার বলেন, ‘সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটলে পুলিশকে অবহিত করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনাও রয়েছে।’ সিলেট জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার সিলেট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে স্থানীয় শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া করোনাকালে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারদীয় দুর্গা উৎসব পালনের অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সিলেট জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সভাপতি সুব্রত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব প্রমুখ।

বিএ-০৫