নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৬:১৪ পূর্বাহ্ন
সিলেট নগরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরের খুলিয়াপাড়া ও চালিবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রোমান আহম্মেদ (২০), মো. সুমন (২৩), সুধাংশু সরকার রাজন (৩২), সোহেল আহমদ (৩০), মো. ফোরকান হোসেন (৩২), মো. ময়নুল ইসলাম অপু (৩৫), মো. আতিকুর রহমান (৪০), মো. আলামিন মিয়া (২২), আশরাফ (৫১) ও ইয়াছিরুল (১৮)। র্যাবের অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, জুয়াড়িদের গ্রেপ্তারের সময় জুয়া খেলার কার্ড ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিএ-০৮