নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২০
০৬:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৬:২৮ পূর্বাহ্ন
নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগ : ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সিলেট জেলা শ্রমিকলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ১০টায় জেলা শাখা বিভিন্ন উপজেলা শাখা, বিভিন্ন বেসিক ইউনিয়ন, জাতীয় ইউনিয়নের জেলা শাখার নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জেলা পরিষদে আলোচনা সভা। এছাড়া বেলা ১টায় কেক কাটা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্দুল জলিল, সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি ও সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ হারুন, সহসভাপতি আব্দুল ওয়াদুদ, সহসভাপতি ও সিলেট জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
মহানগর শ্রমিকলীগ : ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় সিলেট নগরের তালতলাস্থ গুলসান সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট মহানগর শ্রমিক লীগের সকল ওয়ার্ডসহ দলীয় নেতারা অংশগ্রহণ করেন। মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জল। উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, তাজ খান আলম, আবুল বাশার, নাজমুল ইসলাম মাসুম, মাহবুবুল হক, মোশারফ হোসেন জাকির, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম চৌধুরী বাবু, এনামুল হক লিলু প্রমূখ।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক লীগের একাংশের উদ্যোগে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সহসভাপতি কয়েস আহমদ, মাওলানা সালাউদ্দিন আকরাম, মো. জামাল উদ্দিন (কাউসার জামাল), ফয়েজ আহমদ, মো. রুবেল আহমদ, অ্যাডভোকেট শহিদুল্লাহ তালুকদার, রিয়াজ উদ্দিন বাবু, সালেহ আহমদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ তারেক প্রমুখ।
বিএ-০৯