বিশ্বনাথে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২০
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৫:১৪ অপরাহ্ন



বিশ্বনাথে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

বিশ্বনাথে নিখোঁজের একদিন পর রবিউল ইসলাম (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রহমান নগর গ্রামের আকবর আলীর ছেলে ও স্থানীয় গোয়াহরি লতিফিয়া-ইর্শাদীয়া মাদরাসার তৃতীয় শ্রেনীর ছাত্র। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়। এমন খবরে এলাকার শতশত নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হন। স্থানীদের ধারনা ওই কিশোরকে কে বা কারা হত্যা করে ডোবায় ফেলে যায়। কিশোরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

জানাগেছে, উপজেলার রহমান নগর গ্রামের আকবর আলীর মাদরাসা পড়ুয়া ছেলে রবিউল ইসলাম সোমবার সকাল ১০টা থেকে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে উপজেলার রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবায় ওই কিশোরের লাশ দেখতে পান এক কৃষক। এসময় তিনি স্থানীয় এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে কিশোরের লাশ দেখতে পান। পরে তারা থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে।  

এ বিষয়ে কিশোরের পিতা আকবর আলী কান্নাজড়িত কণ্ঠ বলেন, বাড়ির পাশে রোপনকৃত জমিতে ধান দেখতে সোমবার সকাল ১০টায় রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর ওইদিন বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে স্থানীয় বাল্লার ব্রিজের পাশে আমার ছেলের লাশ পাওয়া গেছে। তার ছেলেকে হত্যা করে ডোবায় লাশ ফেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

কিশোরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। 

এমএএস/বিএ-১৫