সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৩, ২০২০
০৯:৪৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২০
০৯:৪৪ অপরাহ্ন
সিলেট নগেরের আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদকে (৩৩) পুলিশী হেফাজতে হত্যার ঘটনার দায়ের হওয়ার মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইতে) স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পুলিশ সদর দপ্তর থেকে রায়হান আহমদের মারা যাওয়া ঘটনায় হওয়া মামলা পিবিআইতে স্থানান্তর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার রায়হানের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানা যায়।
আরসি-০২