দুর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতি সভা

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২০
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২০
১১:৩৭ অপরাহ্ন



দুর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতি সভা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, এসআই ফজলুর রহমান, হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ-সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

এছাড়া বক্তব্য দেন, জানাইয়া পূজামন্ডপের সভাপতি নিশি কান্ত পাল, সদর পূজামন্ডপের সভাপতি শংকর দাশ শংকু, দশঘর হরিনাম মন্ডপের সভাপতি নন্দ লাল দে, কালীবাড়ি মন্ডপের সাধারণ সম্পাদক তন্ময় দে, শনি মন্দির পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, হরিনাম পূজা মন্ডপের সভাপতি নন্দ লাল বৈদ্য, শিব ও দূর্গাবাড়ি পূজামন্ডপের সাধারণ সম্পাদক বিষ্ণু দেব, ত্রি-নয়নী পূজামন্ডপের সাধারণ সম্পাদক শিল্টু বৈদ্য, সূর্যোদয় সনাতন পূজামন্ডপের সভাপতি মিন্টু মালাকার এবং বৃন্দাবন জিউর আশ্রম পূজামন্ডপের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাশ পাপ্পু।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক বিভাশু গুন বিভু, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মলয় সোম চৌধুরী, কাবিন্দ্র কুমার দে, শ্যামল দাশ, টপেশ বৈদ্য, বিজয় বৈদ্য বারীন্দ্র, বিজিত পাল, সুমন দেব, কালাচান্দ বৈদ্য, পবিত্র রঞ্জন দাশ, নকুল বর্ধন, বিধান বৈদ্য, চন্দন দেব, রিপন দাশ, দিপক দাশ, অজিত বৈদ্য, হারান পাল, শিমুল মালাকার, বিষু দেব, বিকাশ দত্ত, রানা সরকার, গোপাল রঞ্জন গোস্বামী, নির্মল দেবনাথ, প্রদীপ সূত্রধর, সুজিত বৈদ্য, ভুষণ কর, সুমন কর, রিন্টু কর, সুব্রত চন্দ দে, বিজয় বৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, এ বছর উপজেলার ৮টি ইউনিয়নের ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টি মন্ডপে সার্বজনীন ও ৪টি মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আর ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে তা শেষ হবে। এ বছর দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় চড়ে ও গমণ করবেন গজে চড়ে। ২২টি সার্বজনীন পূজামন্ডপে সরকারি বরাদ্দ হিসেবে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

 

এমএ/আরআর-০৫