ফেঞ্চুগঞ্জে ট্রাক শ্রমিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১২:০৬ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ট্রাক শ্রমিকের মুক্তির দাবিতে মানববন্ধন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির সদস্য রবিউল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১২ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক মালিক ও চালকদের উদ্যোগে উপজেলার পুরানবাজার ট্রাক স্ট্যান্ডের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপ-কমিটির সভাপতি মো. রাসেল আহমদ টিটু। জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, ট্রাক মালিক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদওয়ানুল করিম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপ-কমিটির সাবেক সাধারণ আয়াজ আলী, বর্তমান কমিটির সহ-সভাপতি আনিছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. শিপলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, খলিল মিয়া, স্থানীয় কয়েছ আহমদ, চান মিয়া ও নাহিদ মিয়া। এছাড়া রবিউলের গ্রাম ওয়াবদার বেশ কিছু মানুষ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, চালক রায়হান ফেঞ্চুগঞ্জ থেকে সার নিয়ে টাঙ্গাইলে যাওয়ার সময় একা থাকায় রবিউলকে সঙ্গে নিয়ে যায়। টাঙ্গাইল থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রায়হান ট্রাক থামিয়ে জরুরি কাজে নিচে নামলে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে দৌড় দিলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

বক্তারা দাবি করেন, রবিউল নির্দোষ। তারা অবিলম্বে রবিউলের নিঃশর্ত মুক্তির পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

 

এসএ/আরআর-০৮