দূর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের বস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
১২:৫৯ পূর্বাহ্ন



দূর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলার ২২টি সার্বজনীন পূজামন্ডপের প্রায় শতাধিক ব্যক্তির মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা, হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ-সভাপতি রূপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল প্রমুখ।

 

এমএ/আরআর-১২