জকিগঞ্জে ৩৩ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

জকিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন



জকিগঞ্জে ৩৩ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

সিলেটের জকিগঞ্জে ৩৩ লাখ ৬৫ হাজার টাকার মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে ৪০টি মামলার এই মাদক রোড রোলার দিয়ে পিষে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর।

আদালতের সিএসআই মমিনুল ইসলাম পিপিএম ও জিআরও বাসুদেব জানান, বিগত পাঁচ মাসে আদালতের মালখানায় জমাকৃত মদ, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকের মূল্য ৩৩ লাখ ৬৫ হাজার টাকা বলে তারা জানিয়েছেন।

 

ওএফ/আরআর-১৪