ধর্ষণের প্রতিবাদে জামালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৪, ২০২০
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন



ধর্ষণের প্রতিবাদে জামালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী নাঈম হক। একই কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী নয়ন দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, কবি ও ছড়াকার পঙ্কজ শীল, স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী শাহ খয়রুজ্জামান সুলতান, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসানুল বান্না প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী শয়ন সাহা, মোস্তাক আহমেদ, সজল আহমেদ, আনোয়ার হোসেন, রহিম আলী, কৃষ্ণ পাল, সাকিব আহমেদ, পল্লব বণিক, আবু হাসান রামীম, পলাশ সরকার, হিমেল চন্দ, আমির হামজা, রাজু আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণে ছেয়ে গেছে সারা দেশ। রাস্তায় চলতে-ফিরতে নারীরা আজ অনিরাপদ। নববিবাহিত স্ত্রী তার স্বামীকে সঙ্গে নিয়ে চলতে গিয়েও ধর্ষণের শিকার হচ্ছেন। একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিও যখন ধর্ষকের রোষানলে পড়ে অপবিত্র হয়ে যায়, তখন আর কোথায় গেলে নারীরা নিরাপদে থাকবে? আমরা ধিকৃত এই ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

বিআর/আরআর-১৫