প্রতিবাদে মুখর সিলেট

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৪, ২০২০
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৫:০৭ পূর্বাহ্ন



প্রতিবাদে মুখর সিলেট

পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট নগরজুড়ে বিক্ষোভ হয়েছে। সারাদিনই প্রতিবাদে মুখর ছিল সিলেট নগর। বিভিন্ন সংগঠন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

এসব কর্মসূচিতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করে বক্তারা বলেন, ‘যারা জনগণের নিরাপত্তায় নিয়োজিত তাদের হাতে জনগণের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ ও বাণিজ্য করে এক শ্রেণির বিপথগামী পুলিশ সমস্য আইনশৃঙ্খলার যেমন বিঘœ ঘটাচ্ছে তেমনি পুলিশের সুনামও ক্ষুন্ন করছে। সিলেটবাসী কখনও কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়নি, এবারও দেবে না। পুলিশ ফাঁড়ির ভেতরে যুবককে পিটিয়ে হত্যার নির্মমতা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। অবিলম্বে এসব ঘৃণ্য অপারাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সিলেটের নাগরিকবৃন্দ : পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিলেটের নাগরিকবৃন্দের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ। অথচ নিরাপত্তার বদলে তারাই আজ সাধারণ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করছেন। পুলিশি হেফাজতে বর্বোরোচিতভাবে হত্যা করা হয়েছে নগরের আখালিয়া এলাকার রায়হানকে। পুলিশের কাছ থেকে এমন অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে রায়হান হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, নিহত রায়হানের ভাই রাব্বি আহমেদ তানভীর, গণফোরাম জেলা সভাপতি আনসার খান, বাসদ মার্কসবাদী জেলা আহŸায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরাম জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সাধারণ সম্পাদক হরিধন দাস, সিপিবি সিলেট জেলার নেতা সাথী রহমান, উদীচী জেলা সভাপতি এনায়াতের রহমান মানিক প্রমুখ।

দুষ্কাল প্রতিরোধে আমরা : পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন নামের যুবককে নির্যাতনে হত্যার প্রতিবাদে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামক নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে তার মামা এই সমাবেশে অংশ নিয়ে ভাগ্নে হত্যার ন্যায় বিচার দাবি করেন।

আইনজীবী দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম কিম, আশরাফুল কবির, ইন্দ্রানী সেন সম্পা,  ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী,  দেবাশীষ দেবু, রাজীব রাসেল, নিরঞ্জন সরকার অপু, হিতাংশু কর বাবু, মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে আবেগতাড়িত কণ্ঠে রায়হানের মামা তরেক আহমদ মিলাদ বলেন, ‘আমার নিরীহ ভাগ্নেকে ধরে পুলিশ মেরে ফেলেছে। তার উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বক্তারা বলেন, ‘রায়হানকে হত্যার দায়ে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এখন শোনা যাচ্ছে সে পালিয়ে গেছে। আমরা মনে করি, মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাই তাকে লুকিয়ে রেখেছেন। নিজেদের অপকর্ম প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে আকবরকে লুকিয়েছেন তারা। নতুবা ব্যারাক থেকে একজন পুলিশ সদস্য কীভাবে পালিয়ে যায়।’ অবিলম্বে আকবরসহ এই ঘটনায় অভিযুক্ত সকল পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানানো হয় এই বিক্ষোভ থেকে।

এক্স এম সি কলেজ স্টুডেন্টস ফোরাম : রায়হান হত্যা এবং এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এক্স এম সি কলেজ স্টুডেন্টস ফোরাম। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি করেন। 

অধ্যাপক কামাল উদ্দীনের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ। বক্তব্য রাখেন, সাবেক ছাত্র শাহ আলম, শিপলু রহমান প্রমুখ। 

আম্বরখানা এলাকাবাসী : রায়হানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আম্বরখানা এলাকাবাসীর উদ্যোগে আখালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৫ নম্বর ওয়ার্র্ড বিএনপির নেতা দেওয়ান রেজা মজিদ, সিলেট মহানগর যুুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুুল্লাাহ শফি সাইদ, জেলা যুবদলের সদস্য রায়হান আহমদ, মল্লিকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. প্রজন্ম : রায়হান হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. প্রজন্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা। আরও বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রজন্মের সদস্য সচিব ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া তালিমুল কোরাআনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানী প্রমূখ।

সিলেটের সচেতন আলেম সমাজ : রায়হানের খুনিদের ফাঁসিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটে সচেতন আলেম সমাজ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নগরের কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা লুকমান হাকিম ও মাওলানা আহমদ যাকারিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, সিলেটের সচেতন আলেম সমাজের সমন্বয়ক মাওলানা মীম সুফিয়ান। তিনি সিলেটের সচেতন আলেম সমাজের পক্ষ থেকে ৮ দফা দাবি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আহমদ সগীর, রাজনীতিবিদ মাওলানা তাজুল ইসলাম হাসান, আঞ্জুমান সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, রফিকুল ইসলাম জাকারিয়া, সাংবাদিক রেজাউল হক ডালিম প্রমূখ।

উই আর ন্যাশনালিস্ট : পুলিশ হেফাজতে রায়হান হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উই আর ন্যাশনালিস্ট এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আখালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের সভাপতি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন মোহন, মহানগর যুবদলের আহŸায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য মাসুক আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল।

সাধারণ ছাত্র জনতা : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের সাধারণ ছাত্র জনতা। গতকাল সকালে ‘সিলেটের সাধারণ ছাত্র জনতা’র ব্যনারে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। প্রথমে তারা সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল সহকারে বন্দরআজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে অবস্থান নেন। প্রায় আধাঘণ্টাব্যাপী ফাঁড়ির সামনে বিক্ষোভ করেন তারা। ফাঁড়িতেই রায়হানকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন তারা। বিক্ষোভকারীরা রায়হান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। 

জেলা ও মহানগর বিএনপির বিবৃতি :  পুলিশের হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জেলা বিএনপির আহŸায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত পূণ্যভূমি সিলেটের মাটিতে নিরীহ যুবককে পুলিশ ফাঁড়ির  ভেতরে পিটিয়ে হত্যার নির্মম ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। এমন বর্বরতার স্বাক্ষী হতে হবে সিলেটবাসী তা কোনোদিন কল্পনাও করেনি। ঐতিহ্যবাহী এমসি ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বন্দি করে নববধূকে গণধর্ষণের জঘন্য ঘটনার রেশ কাটতে না কাটতেই বন্দরবাজারের মতো স্থানের পুলিশ ফাঁড়ির ভিতরে যুবককে পিটিয়ে হত্যার নির্মমতা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।’ 

সিলেট মহানগর বিএনপি : এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘একের পর এক অপরাধের জন্ম দিয়ে সিলেটের মাটিকে কলঙ্কিত করছে সরকার দলের নেতাকর্মী ও পুলিশ বাহিনী। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের রেশ কাটতে কাটতেই আরও একটি ঘটনার জন্ম হলো সিলেটের এই পবিত্র মাটিতে। সরকারের কথিত পুলিশ বাহিনী তরতাজা প্রাণ কেড়ে নিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমানে দেশে আইন বলতে কিছু নেই। আমরা এ ধরনের ঘটনার জন্ম দেওয়া কথিত এসব পুলিশবাহিনীকে ধিক্কার জানাই।’

চরমোনাই পীর : পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় প্রশাসনের দায়িত্বে নিয়োজিতরাই অপরাধে জড়িয়ে পড়ছে। সিলেটে পুলিশের নির্যাতনে মৃত যুবকের ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। তিনি আরও বলেন, সরকার পুলিশ দিয়ে ক্ষমতায় আসার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।’ 

খন্দকার আব্দুল মুক্তাদির : পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। 

ফারুক মাহমুদ চৌধুরী : রায়হানের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। মঙ্গলবার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে এক বিবৃতিতে তিনি বলেন, ‘রায়হান উদ্দিনকে অন্যায়ভাবে পুলিশ হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছে। যা এখন পরিষ্কার। এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন। তা না হলে আলোচিত এই ঘটনার বিচার নিয়ে শঙ্কা থেকে যাবে।’

বিএ-০৫