নগর ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৪, ২০২০
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৫:৩০ পূর্বাহ্ন



নগর ছাত্রলীগের আনন্দ মিছিল

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারি করায় নগরে আনন্দ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, মহানগর শ্রমিকলীগের সহসভাপতি তাজ উদ্দিন খান আলম, মোশাররফ হোসেন জাকির, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুকুল ইসলাম ফারুক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জুমাদিন আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, আরিফ আহমদ সুমন, জেলা যুবলীগ নেতা দুলাল রাজ, সাদ্দাম হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবা আজাদ, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাবের, মহানগর শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক ফয়সল আহমদ, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য  ইমদাদুল হক জাহেদ, যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, ফুজায়েল আহমদ জনি, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়াত খান প্রমুখ। 

বিএ-০৭