নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৭:২২ পূর্বাহ্ন
সিলেট নগরে পুলিশী হেফাজতে রায়হান হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কামনায় আবেদন করা হয়েছে। সিলেট মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন সিলেট জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মহসিন আহমদ ও আইনজীবী সৈয়দ মাসুদ হাসান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় এই আবেদন জমা দেন তাঁরা।
আইনজীবীরা ফৌজদারী কার্যবিধি আইনে ২৫ ধারার ক্ষমতাবলে ‘জাস্টিস অব দ্যা পিস’ হিসেবে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে উল্লেখ করেন।
তাঁরা আরও উল্লেখ করেন, সিলেট মহানগর এলাকার কোতোয়ালী মডেল থানাধীন বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে মৃত্যু ঘটানোর বিষয়টি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। হত্যাকান্ডের ঘটনাস্থল সিলেট মহানগর এলাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার উপর সর্ব সাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অনাস্থা বিরাজ করছে। বিভিন্ন প্রভাবশালী মহল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। তাই এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আমরা একটি বিচার বিভাগীয় তদন্ত কামনা করি।
আবেদনটি মূখ্য মহানগর হাকিমের অনুপস্থিতিতে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান গ্রহণ করেছেন। তিনি বিষয়টি মূখ্য মহানগর হাকিমকে অবহিত করে তাঁর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
আবেদন জমা দেওয়ার সময় আরও ২৫ জন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমেদ ও আইনজীবী সৈয়দ মাসুদ হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন।
আরসি-০১