নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন নামে যুবকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসে পিবিআই এর তদন্ত দল। সেখানে প্রায় ২ ঘণ্টা সেখানে অবস্থান করে। এসময় তদন্তকারী দল বন্দরবাজার ফাঁড়ি এলাকা ‘ক্রাইম সিন’ ফিতা দিয়ে ঘিরে রাখেন। পরে তদন্ত দলটি কাষ্টঘর এলাকায় প্রবেশ করে। কাষ্টঘর এলাকায় তাঁরা প্রত্যক্ষদর্শী সুরাইলালের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
বন্দরবাজার ফাঁড়িতে তদন্তে যাওয়া পিবিআই কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মো. খালেদুজ্জামান, তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহিদুল ইসলাম ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
গত ১১ অক্টোবর (রোববার) ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাস্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। গত সোমবার পুলিশ সদর দপ্তর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় সিলেট মহানগর পুলিশ থেকে পিবিআই’তে মামলাটি হস্তান্তরের পর আজ বুধবার বন্দরবাজার ফাঁড়িতে অভিযানের মধ্য দিয়ে তারা তদন্তের কাজ শুরু করে।
এসময় তদন্তের শুরুতেই বন্দরবাজার ফাঁড়িতে তারা উপস্থিত হয়ে কোনো আলামত পান কি না তা খোঁজার চেষ্টা করছেন বলে পিবিআই এর পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়েছে।
আরসি/এএফ-০১