রায়হান হত্যাকারীর ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১৫, ২০২০
১১:০১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২০
১১:০১ অপরাহ্ন



রায়হান হত্যাকারীর ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে যুবক রায়হানকে হত্যাকারী সাময়িক বরখাস্তকৃত পুলিশের এসআই আকবরসহ এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে বাসিয়া ব্রিজের উপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সামাজিক সংগঠন সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি সাজিদুর রাহমান সোহেল, বিশ্বনাথ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোহাম্মদ জাকির হুসেন, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহ নেতা মাওলানা আকমল হুসেন শাকুল, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতা এস এম শামীম, সিলেট জেলা হিউম্যান রাইটস ফাউন্ডেশন যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার যুগ্ম-আহ্বায়ক বকুল আহমদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাদেক মিয়া, মানবাধিকার কমিশন বিশ্বনাথ উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাইয়ুম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক কবি এস পি সেবু, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক পারভেজ হক মোহন ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সদস্য সিহাব উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার মুক্তিযুদ্ধ কমান্ডার আব্দুল ওয়াহিদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিটন দে, সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানুর আলী জয়দু, করিম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক এম আজাদ আইভি, ছাত্রনেতা আবুল কালাম তুহিন, মাওলানা হাসান বিন ফাহিম, মানবাধিকার কমিশনের ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া, শাহজিরগাঁও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ চিশতি, সংগঠক কামরুল ইসলাম, হেলাল মিয়া, সাহেদ আহমেদ, শাকিব হুসেন, ব্যাবসায়ী নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান শামসুল ইসলাম, শ্রমিক নেতা বাবুল মিয়া প্রমুখ।

 

এমএ/আরআর-০৬