কালীঘাটে ব্যবসায়ীর তিন লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২৫
০৪:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৫
০৫:০৫ অপরাহ্ন



কালীঘাটে ব্যবসায়ীর তিন লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও


সিলেট নগরের কোতোয়ালী থানাধীন কালীঘাট এলাকায় এক ব্যবসায়ীর তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন এক কর্মচারী। গত সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই বিষয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন কিসমত ট্রেডার্সের ব্যবসায়ী নীলাঞ্জন দাস টুকু।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এক বছর ধরে কাজ করার সুবাদে দোকানের কর্মচারি হৃদয় হোসেন ওরফে পাপ্পু (২৭) তার কাছে বিশ্বস্ত হয়ে ওঠেছিলেন। গত ৩ নভেম্বর তিনি পাওনাদার পলাশ কুমার সাহার টাকা পরিশোধের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে জমা দিতে তিন লাখ টাকা দিয়ে তাকে অগ্রণী ব্যাংকের বন্দরবাজারস্থ শাখায় পাঠান। লম্বা সময় পর্যন্ত হৃদয় হোসেন পাপ্পু ফিরে না আসায় তার মুঠোফোন নম্বরে কল দেন। তখন নম্বরটি বন্ধ দেখায়। পাওয়ানাদার ও ব্যাংকে যোগাযোগ করে কোনো সন্ধান না পাওয়ায় তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়।

তার খোঁজ না পাওয়ায় সোমবারই তিনি থানায় অভিযোগ করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী নীলাঞ্জন দাস টুকু। তিনি সন্দেহ করছেন, পাপ্পু টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছে। এই জন্য আশপাশের ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। 



এএফ/০১