গোয়াইনঘাট প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে করোনা ও কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবার) দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে জাফলংয়ের আমির মিয়া স্কুল এন্ড কলেজ এবং হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের মাঠে দুই শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ, জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাওর্দী, জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. ফারুক আহমদ, সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, সেবা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবির আরিফ, মোস্তফা কামাল, যুবলীগ নেতা এরশাদ আলী এবং সিলেট বন্ধুসভার সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব বলেন, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশব্যাপী অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমাদের উপজেলায় এ রকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করছি ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এমএম/আরআর-১২