বালাগঞ্জে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

বালাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৬, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন



বালাগঞ্জে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভেজাল, বাসি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যসামগ্রী মজুদ রাখার দায়ে স্বাদ এর বোয়ালজুড় বাজার শাখা থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পণ্যের মেয়াদ ও গুণগত মান সঠিক না থাকায় একটি মুদি দোকান থেকে ৫ হাজার টাকা ও একটি ভেরাইটিজ স্টোর থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবুল খায়ের সামসুদ্দিন ও বালাগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

 

এসএ/আরআর-১৪