নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২০
০৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২০
০৪:৩৯ পূর্বাহ্ন
মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় কয়েকঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি কুমারপাড়া ফিডার, ১১ কেভি উপশহর ফিডার ও ১১ কেভি ধোপাদিঘিরপাড় ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সিলেট নগরের যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, মৌসুমি আ/এ ভাইয়ারপাড়া, এভারগ্রিন আ/এ, ইবনেসিনা হাসপাতাল ও আগ্রা কমিউনিটি সেন্টারের আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শনিবার নগরের উপশহরের বøক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া ও এর আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের উৎসব সেন্টার, সবজির বাজার, রোজভিউ, ধুুবড়ির হাওর, পুলিশ ফাঁড়ি, নাইওরপুল, ধোপাদিঘিরপাড়, সোবহানীঘাট, ওসমানী যাদুঘর, হাফিজ কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে।
বিএ-০১