কানাইঘাট প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামে ফাতিমা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী মহরম আলী পলাতক রয়েছে।
খবর পেয়ে সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল। তাঁরা নিশ্চিত করবে ফাতেমা বেগমকে কিভাবে হত্যা করা হয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ফাতেমা বেগম। ঘটনার পর থেকে স্বামী মহরম আলী পলাতক রয়েছেন বলেও জানান তারা।
এমআর/বিএ-১১